এসব মানুষের প্রয়াণ হয় না। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে অনুসরণ করে আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা
বেচে খাই
তমাল সাহা
খাই খাই করো কেন
এসো দেশ বেচো রে
বেচার আজব মজা
দেশ বেচে দেখো রে।
জল বেচো, জমি বেচো
বেচো পাহাড় খনি
বেচার মুনাফা যত
পকেটে ভরো কাটমানি।
বেচো বেচো বেচে যাও
বেঁচে থাকো কামাইয়ে
চৌদ্দ পুরুষ যাবে চলে
পিতা -পুত্র -জামাইয়ে।
এরপর মা বেচো, বাপ বেচো
বেচো নিজের বৌ
এই বেলায়ই বেচে দাও
বুড়ি হলে কিনবে নাতো কেউ।
বেচার নেশা পেয়েছে তোমায়
হাতের কাছে যা পাচ্ছো বেচো
মান সম্মানে কী আসে যায়
তোমাকে বলুক না বেচারাম খেঁচো।
যত কিছু খাওয়া আছে
লেখে সুকুমার ভাষাতে
দেশও যে খাওয়া যায়
ছিল না তার আশাতে
থুড়ি তার মাথাতে!
সেই আশা পূরণে
চেষ্টায় ক্ষুদ্র এই আমি
সফল হলে সার্থক
পাঠকে প্রণমি।