অবতক খবর,১৪ জুলাই: বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের পূর্ব চক্রের চারটে গ্রাম পঞ্চায়েতে টেন্ডার প্রসেসিং নিয়ে একাধিক অভিযোগ। আর এ নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী সহ বেলডাঙ্গা ২ কন্ট্রাক্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

তাদের দাবি চারটে গ্রাম পঞ্চায়েতের এনএস রা তাদের ইচ্ছামত টেন্ডারে ক্রাইটেরিয়া যোগ করছে যাতে করে তাদের মোটা অংকের টাকার বিনিময়ে গুটিকয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া যায়। ফলে আর্থিক দৈনদশাই ভুগছে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের কন্টাকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এ বিষয়ে বারবার ব্লক ও জেলা প্রশাসনিক লেভেলে বলে কোন কাজ হয়নি তাই আজ বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছে পুরো বিষয়টি জানান সেইসঙ্গে তিনারা এ বিষয়ে আইনক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।

তিনাদের দাবি তিনারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত এবং সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে নিয়ম মেনে কাজ করে চলেন কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে এই এন এস রা নিজেদের ইচ্ছা মতো ক্রাইটেরিয়া যোগ করছে যার ফলে তারা এই সমস্ত কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছে।

একইসঙ্গে এ বিষয়ে উপরোক্ত দপ্তরের মন্ত্রীর কাছেও আবেদন জানান এবং কুড়ি দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করে দপ্তরের মন্ত্রী মহোদয়। এ বিষয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি থেকে শুরু করে কন্টাকটার অ্যাসোসিয়েশনের সদস্যরা চলন জানি।