অবতক খবর,১১ জুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের মানুষেরা।এই ঘটনার জেরে এলালায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধিন ঝাবড়ি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাম বাসিরা।
গ্রাম বাসিদের অভিযোগ দির্ঘদিন ধরেই ঝাবড়ি মোড় থেকে মসজিদ পর্যন্ত ৩-৪ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে।বৃষ্টির কারণে রাস্তায় জল জমে থাকায় চলাচলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসিদের।গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বারবার জনিয়েও কোন লাভ হচ্ছে না।তাই বাধ্য হয়ে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে কুনোর – রায়গঞ্জ রাস্তায় বাশঁ বেধে অবরোধ চালায়।
অবরোধের খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।পড়ে ঘটনাস্থনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি হীরন্ময় সরকার,গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা যায়।পারে ঘন্টা দুয়েক অবরোধের পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রাম বাসিরা।রাস্তা সংস্কার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে।