অবতক খবর, সংবাদদাতা ,কাকদ্বীপ:- কুলপি থানার ওসি বদলের সুযোগ নিয়ে আবার খবরের শিরোনামে ছামনা বনি । নতুন ওসি দায়িত্ব নেবার ২৪ঘন্টার মধ্যে আবার বোমাবাজি ছামনা বনি এলাকায়। চার থানার বর্ডার এলাকা । মন্দিরবাজার, মথুরাপুর, ঢোলা এবং কুলপি থানা । যদিও বৃহস্পতিবার রাতেই মূল পান্ডা সহ দুজন ধরা পড়েছে পুলিশের জালে , বলে দাবি । আতঙ্কিত বাসিন্দারা জানান, আরও দুজন রয়েছে । তাঁদের পুলিশ ধরতে পারেনি l এক্ষেত্রে পুলিশের লোক তাঁদের সরে যেতে বলেছে বলে এমন আভাস পাওয়া গেছে ।
সুন্দরবন পুলিশ জেলা কর্তারা ঐ ঘটনার নেপথ্য নায়কের খোঁজে নজরদারি চালাচ্ছে ।l জাল পাতা শুরু হয়েছে । রাজনৈতিক ওয়াকিবহাল মহল সূত্রে খবর, কুলপি ব্লকের গাজীপুর পঞ্চায়েত ছামনা বনি গ্রাম কার দখলে থাকবে, তা নিয়ে গন্ডগোল । একদিকে গাজীপুর পঞ্চায়েত এলাকার বাদশা আব্দুর রহিম মোল্লা । অন্য দিকে ছামনা বনি সাহাদাৎ l দুজনে সম্পর্ক বড় ব্যবধান । পূর্বতন ওসি পুরোপুরি ব্যর্থ । নতুন ওসি কাছে বড় চ্যালেঞ্জ ছামনা বনি। এলাকার বাসিন্দারা জানাচ্ছে, ছামনা বনি শান্ত হলে গাজীপুর শান্তি ফিরবে l তবে পুলিশ মহলের সবার টার্গেট নেপথ্য নায়কের।