অবতক খবর,১৫ এপ্রিল: গোটা বাংলা জুড়ে বেড়ে উঠছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর অত্যাচারের ঘটনা । এই বিষয় মাথায় রেখেই কলকাতা পুলিশের মতোই এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এক বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, যার নাম “উইনার্স” ।
বাংলা নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে উইনার্স টিম এর যাত্রা শুরু হল । 21 জন সদস্যের এই মহিলা পুলিশ বাহিনী গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে মটরবাইকে করে ঘুরে বেড়াবে, এবং মহিলাদের সঙ্গে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা অ্যাকশন নেবে এবং স্থানীয় থানাকে ইনফর্ম করবে । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মনে করা হচ্ছে “উইনার্স” টিমের আজ থেকে যে পথ চলা শুরু হল তার ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নারী নির্যাতনের ঘটনার সংখ্যা কমবে,সুরক্ষিত থাকবে শিল্পাঞ্চলের নারী এবং শিশুরা ।