অবতক খবর,৬ নভেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান ও বাড়ি। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া বাজার এলাকায়।গতকাল রাতে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় একটি ফায়ার ব্রিগেড স্টেশন থাকলে আজ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতি হয়েছে সেটি হত না। ইসলামপুর থেকে যেতে বেশ খানিকটা সময় লাগে ফায়ার ব্রিগেডের।এই কারণে স্থানীয় বাসিন্দাদের দাবি, চোপড়া ব্লকের একটি স্থায়ী ফায়ার ব্রিগেডের স্টেশনের।
গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি দোকানের এর প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফায়ার বিগেট একটু তাড়াতাড়ি আসলে এই অগ্নিকাণ্ডে যে ক্ষতিটা এড়ানো যেত। কি করে আগুন লেগেছে তারা বুঝতে পারছেন না।
তবে তাদের এখন একটি দাবি ফায়ার ব্রিগেডের স্থায়ী স্টেশন চাই। এলাকাবাসীরা জানান, প্রাথমিক চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইসলামপুর থেকে দুইটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।