অবতক খবর,১৭ অক্টোবর: বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার তেতুলিয়া রোডের কেওটশার কাটগোলা এলাকার ঘটনা। মেইন রোডের ধারে একটি জলাশয় ভরাট করার জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ট্রাক্টরের টলিতে করে ভরাট করার কাজ চলছিল।

সেই সময় মসলন্দপুর তেতুলিয়া রোডের যাত্রী বোঝাই অটোরিকশা আসার সময় মাটি বোঝাই ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যাত্রীর গুরুতর আহত হয় ৯ জন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়

আজ ভোর বেলায় বেআইনি মাটির ব্যবসায় ব্যবহারিত ট্রাক্টর এর সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের এবং নয় জনকে আশঙ্কাজন অবস্থায় বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

বেআইনি মাটির ব্যবসার জন্যেই এই দুর্ঘটনা বলে দাবি এলাকার মানুষের । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মসলন্দপুর তেতুলিয়া রোড যানজটের সৃষ্টি হয়ে।