অবতক খবর , শিলিগুড়ি : ভর্তির সমস্যা তৈরী হয়েছে শিলিগুড়ি কলেজেও। বিশেষ করে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবার পর ভর্তি নিয়ে সমস্যা বেড়ে গেছে অনেকটাই। যে যে বিষয়ে কেউ ৯০ পার করতে পারে না সে সে বিষয়ে সবার নং পুরো। কাজেই সমস্যা তৈরী হয়েছে ভীষণভাবে। প্রতিটি ছাত্রছাত্রীর নং প্রায় এক হওয়ায় ভর্তির জন্য সমস্যায় পড়ে গেছেন অনেক মেধাবী ছাত্রছাত্রী।
শিলিগুড়ি কলেজের এক অধ্যক্ষ জানালেন এইবারে ভাল রেজাল্ট করলে বাংলার বাইরে তো দুরের কথা কলকাতাতেই গিয়ে পড়বার কথা ভাবছেন না কেউ কেউ, কাজেই সমস্যা তো বেড়ে উঠবেই। ভর্তি হতে না পেরে হতাশায় ভুগছেন অনেক ছাত্রছাত্রী, চিন্তায় তাদের বাবা মাও।
শিলিগুড়ির অন্যান্য কলেজের অবস্থাও একই।সেই ভর্তির সমস্যা।এখন কেউ বাইরে পড়তে না যাবার কারনে সমস্যা আরো বেড়ে গেছে।কিভাবে মিটবে এই ভর্তির সমস্যা?কেউ বলতে পারছেন না,না অধ্যাপক না অভিভাবকেরা।