অবতক খবর: ভোট গণনা মিটলেও অশান্তি আর হিংসার হাওয়া থামছে না ভাঙড়ে। বৃহস্পতিবার ফের বো*মা ফাটল ভাঙড়ে। এই বিস্ফো*রণের জেরে আহত ৪। তাদের মধ্যে ২ জন নাবালক। সকলেই ভর্তি কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আহতেরা আইএসএফ কর্মী।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, এদিন ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা গ্রামে বো*মা বাঁধা হচ্ছিল। তখনই কোনওভাবে বিস্ফো*রণ ঘটে। গুরুতর আহত হন ৪ জন। এরপর আহতদের যখন কলকাতার নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বাসন্তী হাইওয়ে নাকা চেকিং চলছিল। যে গাড়িটি করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছিল, ওই গাড়িটিকে আটকায় পুলিশ। শেষপর্যন্ত পুলিশই ৪ জনকে ভর্তি করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে।
পুলিশ জানিয়েছে, আহতেরা হলেন ইমরান মোল্লা, ইনজামূল মোল্লা, জাকির হোসেন ও রফিক মোল্লা। এদের মধ্যে ইমরান ও ইনজামূল নাবালক। তবে কী বিস্ফো*রণ ঘটল তা এখনও পরিস্কার নয়। বস্তুত, ঘটনার পর দীর্ঘক্ষণ গ্রামে ঢুকতেই পারেনি কাশীপুর থানার পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাঙড়ের চকমরিচা গ্রামে যান অতিরিক্ত পুলিস সুপার।