অবতক খবর: পঞ্চায়েত ভোটে বাংলা জুড়ে সবুজ আবির ঝড়। এমন আবহে বুধবার ভাঙড়ে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রায়দিঘিতে মারা গিয়েছে তৃণমূলের এক কর্মী। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল জয়ী ৩২৬২৯টি আসনে, এগিয়ে ১১৩৮টি আসনে। বিজেপি জয়ী ৮৯২৬ আসনে, এগিয়ে ২৮৪টি আসনে। সিপিএম জয়ী ২৭৩৩টি আসনে, এগিয়ে ১৭৩টি আসনে। এছাড়া জেলা পরিষদে এখনও পর্যন্ত ২০৮টি আসনে জয়ী তৃণমূল, তারা এগিয়ে ২৫৬ আসনে। এদিকে বিজেপি জয়ী ৪টি আসনে, এগিয়ে ৭টি আসনে। এছাড়া সিপিএম এগিয়ে পাঁচটি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে।
এদিনই রাজ্যে পা রেখেছে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বাকি তিনজন হলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় এবং সাংসদ রেখা বর্মা। সূত্রের খবর , বুধবার এবং বৃহস্পতিবার এই দু’দিন ভোট হিংসায় জর্জরিত অঞ্চল পরিদর্শন করবে এই টিম।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে পঞ্চায়েত ভোট হিংসার প্রসঙ্গে ৩৫৫ ধারা জারির ওপর জোর সওয়াল করেছেন। এই নিয়ে রবিশঙ্কর প্রসাদের প্রতিক্রিয়া, ‘শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারার দাবি ন্যায্য। তবে তিনি বলেন, সরকার রাজ্যপালের থেকে রিপোর্ট পাবে। সেই অনুযায়ী ভেবে নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে’।
কলকাতায় সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,’কি হল আপনার, আপনি ফাইটার ছিলেন। বামেদের বিরুদ্ধে আপনি ফাইট করেছিলেন। আপনি এখানে সিএম হলেন, আমরাও খুশি হয়েছিলাম।‘ তিনি বলেন,’আপনি তো অনেক দূর এগিয়ে গিয়েছেন, কি হয়ে গেল আপনার? আপনি কি করে দিলেন? এর জবাব মমতা জিকে দিতে হবে। মমতা জি ইস সেম দ্য ডেমক্রেসি অফ বেঙ্গল’।রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, ‘মমতা জি নিজেই লজ্জা পাচ্ছেন কেননা ৪৫ জনের হত্যা, এত বিপুল সংখ্যায় ব্যালট বক্স লুঠ করার পরে আপনি এই জয় হাসিল করেছেন’।
বুধবার যখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ কলকাতায় সাংবাদিক বৈঠকে ব্যস্ত অই সময় ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন।মঙ্গলবার রাত থেকে পঞ্চায়েত ভোটের গণনাকে কেন্দ্র করে অশান্ত ভাঙড়। অনির্দিষ্টকালের জন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।