অবতক খবর,১৯ নভেম্বর: ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা বারোয়ারি তলায় চলছে অবাধে পুকুর ভরাট। জোর করে জমি লেখানো থেকে শুরু করে উল্টে বাড়ির মালিকের কাছ থেকে 32 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এলাকার প্রোমোটার তাপস বিশ্বাসের বিরুদ্ধে। রীতিমত ভয়ে রয়েছে জমির মালিক ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়।
এক বিঘার কিছুটা বেশি জমির ওপর রয়েছে একটি পুকুর আর সেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে। প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। বছর দুয়েক আগে একবার পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল ভরাটের কাজ আবার শুরু করেছে দু-তিন দিন হল। উল্টে প্রায় প্রতিদিন রাতেই ফোনে হুমকি দিচ্ছে দুই কান থেকে তিন কাল হলে গুলি করে দেবো। আতঙ্কিত পরিবার। প্রথমে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও পরে মনের জোরে ঋষিকেশ বাবু বলেন। আমাকে না জানিয়েই আমার এক দাদার সাথে যোগাযোগ করে জমি লিখিয়ে নিয়েছে। আমি প্রতিবাদ করলে ভয় দেখাচ্ছে ফলে আমি চুপ করে আছি।
বিষয়টি ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলেন সেটা আমি শুনেছি। যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সে কথা আমি চেয়ারম্যানকে জানাচ্ছি। আমাদেরও কিছু গাফিলতি আছে।