অবতক খবর,২৯ জুলাইঃ ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে ছোট ছোট পোকা দেখা গেছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এই খবর ছড়িয়ে পড়তে একটা আতঙ্কে সৃষ্টি হয়। খবর পৌঁছায় ভাটপাড়া পৌরসভায় 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী দত্তের কাছে। তড়িঘড়ি এলাকা পরিদর্শনে নেমে পড়েন তিনি।

কাউন্সিলর বলেন, আমি শুনেই এলাকায় ছুটে এসেছি। ভাটপাড়া পৌরসভার দু’রকম পানীয় জল ব্যবহার করা হয় একটা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে, আরেকটি বোরিং পদ্ধতিতে। যখন ওয়াটার ট্রিটমেন্টের জল বন্ধ হয়ে যায় তখন বোরিং পদ্ধতিতে চালু করা হয়। এখন কোথা থেকে সেটা আসছে সেটা খতিয়ে দেখা হবে। এবং আজকের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাউন্সিলর শংকরী দত্ত।

অন্যদিকে পুরসভার জল পারিষদ অমিত গুপ্তা বলেন, খবর পাওয়া মাত্রই আমি ছুটির দিনেও পুরকর্মীদের ওই এলাকায় পাঠিয়েছি।দ্রুত সমস্যার সমাধান হয়ে গেছে।আগামী দিনে কোন সমস্যা যাতে না হয় তারজন্য তৎপর থাকবো।