অবতক খবর,১৫ মে: ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বুধবার সকাল থেকেই ফর্ম ফিলাপ লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ও বিধবা ভাতার। সরকারি প্রকল্পের সুবিধা পেতে ওই ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূলের কার্যালয়ে ভিড়ও জমান। অভিযোগ, নির্বাচন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছে রাজ্যের শাসকদল। অথচ নির্বিকার নির্বাচন কমিশন।
এদিন নির্বাচন বিধি লঙ্ঘন করে লক্ষ্মী ভান্ডার-সহ অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে ফর্ম ফিলাপ নিয়ে টুইটও করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, দিদিমণি ১৩ বছর কিছুই করেনি। ভোটের চারদিন বাকি এখন নির্বাচন বিধি অমান্য করে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিলাপ করানো হচ্ছে। পরিষেবা দেবার নাম করে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের পরিকাঠমো পুরো ব্যর্থ।
শাসকদলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও এপ্রসঙ্গে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ফর্ম ফিলাপ করা যেতে পারে। ওটা তো প্রসেস। কার্যকর তো নয়। ভোটের পর আবার প্রকল্পের সুবিধাগুলো কার্যকর হবে।