অবতক খবর,১১ সেপ্টেম্বর: কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট পেল ভারতীয় নৌবাহিনী। বর্তমানে ভারতীয় নৌবাহিনী হাতে রয়েছে পাঁচটি উন্নত মানের ডুবোজাহাজ। তৈরি হচ্ছে আরও ৩ টি।
আনুষ্ঠানিকভাবে এই দুটি উন্নত মানের যুদ্ধ ডুবোজাহাজ উদ্বোধন করেন বিজয়া শ্রীনিবাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান ভি শ্রীনিবাস । উপস্থিত ছিলেন কোচি শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান সহ নৌবাহিনীর পদস্থ আধিকারিকরা।
২০১৯ সালে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ৮টি উন্নতমানের যুদ্ধ ডুবোজাহাজ বানানোর চুক্তি হয়।
৯০০ টনের এই ডুবোজাহাজগুলির দৈর্ঘ্য ৭৮ মিটার লম্বা প্রস্থ ১১. ৩৬ এবং ড্রাফট ২.৭ মিটার। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সর্বাধিক গতি ২৫ নট এবং সহনশীলতা ১৮০০ নটিক্যাল মাইল। ‘আইএনএস মালপ’ এবং ‘আইএনএস মুলকি’ নাম দেওয়া হয়েছে এই দুই জাহাজের।