অবতক খবর, নয়াদিল্লীঃ ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের বিষয়ে এক ঐতিহাসিক রায় দিল দেশের সুপ্রিম কোর্ট। দেসের শীর্ষ আদালতের রায়ে একমাত্র কমব্যাট উইং ফিল্ড পোস্টিং ছাড়া সেনাবাহিনীর সর্বত্র মহিলাদের স্থায়ী কমিশনড করতে হবে। অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন (এসএসসি)  মাধ্যমে ১৪ বছর ভারতীয় সেনায় কর্মরত থাকার পর স্থায়ী কমিশনে মহিলাদের নিয়োগ করতে হবে ।

বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের নিযুক্তি প্রগতিশীল পদক্ষেপ।  এ নিয়ে কোনওরকম বৈষম্য চলবে না। রায়ে বলা হয়েছে, ‘পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন মহিলারা। কেন্দ্রের যুক্তি পুরনো ধারণাপ্রসূত এবং লিঙ্গবৈষম্যমূলক। মহিলা সেনা অফিসারেরাও দেশের সম্মান বৃদ্ধি করেছেন।’

প্রসঙ্গত কেন্দ্রের যুক্তি ছিল, সেনাবাহিনীর জওয়ানদের একটি বড় অংশ গ্রাম অঞ্চল থেকে আসেন, ফলে পুরুষদের মধ্যে মহিলাদের নির্দেশ মানার মানসিকতা তাঁদের মধ্যে তৈরি হয়নি। এমনকি দেহগঠন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে মেয়েরা যুদ্ধ করার উপযুক্ত নয় বলেও আদালতে জানায় কেন্দ্রীয় সরকার। মাতৃত্ব, শিশুপরিচর্যা, যুদ্ধক্ষেত্রে বিপক্ষের হাতে ধরা পড়ার বিপদ, ইত্যাদি প্রসঙ্গও তুলে ধরা হয়। আর এই যুক্তির কারণে এ দিন শীর্ষ আদালতের কাছে  কেন্দ্রকে ভর্ৎসনার মুখে পড়তে হয় ।