অবতক খবর,২ ফেব্রুয়ারি: আজ ২রা ফেব্রুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রার সাথে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের কান্দিতে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাতে কান্দির নবগ্রামে রাত্রি যাপন করে আজ সকাল ৮ নাগাদ সেখান থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও, একদিকে ঘন কুয়াশার দাপট, আর অন্যদিকে আজ মাধ্যমিক পরীক্ষার কারণে ন্যায় যাত্রার সময় কিছুটা পেছানো হয়েছে বলে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছানোর পরেই যাত্রা শুরু করা যাবে- এমনটাই জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে বলে দাবি কংগ্রেসের।
এদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যায় যাত্রায় দেখতে পাওয়ার জন্য আজ সকাল থেকে কান্দির বিভিন্ন এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন কংগ্রেস দলের বহু নেতা, কর্মী, সমর্থক ও এলাকার অগুণতি সাধারণ মানুষ। রাস্তার মোড়ে মোড়ে রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানানোর জন্য জমায়েত হয়েছেন দলের স্থানীয় নেতা ও কর্মীরা।