অবতক খবর , বিজু , বর্ধমান :- কৃষকদের ডাকা বনধে , বন্ধ আসানসোলে গন পরিবহন ব্যবস্থা।এর ফলে সম্যসায় পড়েছে মানুষ।এদিন সকাল থেকেই আসানসোল মিনিবাস ও বাস পরিষেবা বন্ধ ছিলো।এর ফলে মানুষেরা নিজেদের গন্তব্যে যেতে পারেন নি।এদিন সকালে সিটি বাস স্ট্যান্ডের সামনে দেখা গেল বহু যাত্রী দাড়িয়ে রয়েছেন।বনধে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তারা কিভাবে নিজেদের গন্তব্যে পৌচ্ছাবে তা নিয়ে চিন্তিত।অনেকে আবার বাইরে থেকে এসে সম্যসায় পড়েছেন।সব মিলিয়ে বনধে সম্যসায় পড়েছে যাত্রীরা।