অবতক খবর , বিজু , আসানসোল :- তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেল তিনটে পর্যন্ত ভারত বনধ ডাকা হয়েছে। সেই কারনে মঙ্গলবারের রানিগঞ্জের সিয়ারশোল রাজবাড়ি ময়দানের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভা দুপুর একটার পরিবর্তে বিকেল তিনটেয় শুরু হবে।

 

সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে সভার সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। আসানসোল পুরনিগমের পুর প্রশাসক তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভার সময় পরিবর্তনের কথা জানিয়েছেন।

প্রসঙ্গতঃ, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধকে সমর্থন না করলেও, তাদেরকে দাবিকে সমর্থন করেছেন।

স্বাভাবিক ভাবেই নিজের সভার সময় পরিবর্তন করে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে আরো একটা বার্তা দিলেন বলে, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।