অবতক খবর,২১ সেপ্টেম্বর,ইন্দাস, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাষনা গ্রামে ডিভিসির ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি আতঙ্কে এলাকার কৃষকরা। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিও সমস্যার সমাধান হয়নি দাবি কৃষকদের ।

আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক, ইন্দাস ব্লকের বিডিও এবং শেষ দপ্তরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙ্গন এলাকা। মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে শুনলেন তাদের সমস্যার কথা। ঘুরে দেখলেন নদী ভাঙ্গন।

কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙ্গন রোধ করার জন্য শেষ দপ্তরের পক্ষ থেকে নদী পার বাঁধানোর । যাতে করে কৃষকদের কোনরকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখছে প্রশাসন।