অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ ২৪ পরগনা :- দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ছাত্র ছাত্রীরা মুলতো ৫ দফা দাবি নিয়ে আজ অবস্থান করলো।
মূলত তাদের পাঁচ দফা দাবি হল ‘ভিক্ষা নয় শিক্ষা চাই’ কর্মসংস্থানের সুযোগ চাই,সন্ত্রাস নয় শান্তি চাই গণতান্ত্রিক অধিকার চাই, সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা, মুসলিম তোষণ অবিলম্বে বন্ধ করতে হবে, এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সহ সংযোগ সৈকত কান্ডার বলেন” উত্তরপ্রদেশের ঘটনার দুঃখজনক ঘটনা ।
উত্তর প্রদেশ ঘটনার মতো করনা ঘটছে পশ্চিমবঙ্গের ।আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন উত্তরপ্রদেশের ধর্ষণ কাণ্ড নিয়ে ভেঙে পড়েছিলেন।
কিন্তু ওনার রাজ্য পশ্চিমবঙ্গে কোন ধর্ষণ হলে ছোট ঘটনা বলে চালিয়ে দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি মহিলা ,আর সেই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার বড্ড অভাব। এবং পশ্চিমবঙ্গের একদল বুদ্ধিজীবী উত্তরপ্রদেশের কাণ্ড নিয়ে রাস্তায় দেখা গেল মোমবাতির মিছিল করতে!
কিন্তু পশ্চিমবঙ্গে এমন কোন ঘটনা ঘটলে তাদের দর্শন পাওয়া যায় না এমন বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে সামনে আসছে বিধানসভা ভোট,আর সাধারণ মানুষ ভোট বাক্সে ভোট দিয়ে বুঝিয়ে দেবে জনতার কত জোর।