নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৩০শে ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা :: ভিজিলেন্স অফিসার সেজে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের বাপি পাল। অভিযুক্তর বাড়ি গোবরডাঙ্গা থানা খাটুরা রঘুনাথপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, হাবরা কামারথুবা নবপল্লী এলাকার বাসিন্দা নারায়ণ সাহা হাবরা অটো ম্যাক্স গাড়ি ইউনিয়নের স্টার। দিন দশেক আগে বাপি পাল ভিজিলেন্স অফিসার সেজে এসে নারায়ণ সাহা কে বলে যে গাড়িগুলো এখানে চলছে তার কোনো কাগজপত্র নেই। তাই গাড়ি গুলিকে আমি সিজ করবো। এরপর নারায়ণ বাবুর সঙ্গে দেড় লক্ষ টাকা রফা করে অভিযুক্ত বাপি।
নারায়ণ বাবু গাড়ির কাগজপত্র ঠিক করার জন্য অভিযুক্ত কে বলে। অভিযুক্ত বাপি আরো ১ লক্ষ টাকার বিনিময় কাগজ ঠিক হবে বলে জানায়। এরপর সন্দেহ হওয়ায়, হাবরাতে এক লক্ষ টাকা দেবার নাম করে ডেকে অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দেয়।
গত 28 তারিখে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।সোমবার বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের অফিসাররা এসে অভিযুক্তকে তাদের পেয়ারে নেয়ার জন্য বারাসাত আদালতে আবেদন করেন।