অবতক খবর :: শিলিগুড়ি ::   দিনের পর দিন বাস চলছে অথচ ভীড় নেই বাসে। লোকসানে চলা এন বি এস টি সি আপাতত সাতদিন বন্ধ রাখবার কথা ভাবছে। এন বি এসটি সি থেকে জানানো হয়েছে আর এক সপ্তাহ দেখে তারপরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এন বি এস টি সির এক অফিসার জানিয়েছেন আগের থেকে এখন টিকিট বিক্রি কমে গেছে প্রায় আশি শতাংশ। তাই ভাড়া দ্বিগুন করেও কোন লাভ হচ্ছে না। শিলিগুড়ি থেকে কলকাতা এখন তিনটে বাস ছাড়ছে,আর তিনটে মিলিয়ে বাসে পঞ্চাশ জনও হচ্ছে না। তাই আপাতত কিছুদিন বাস বন্ধ রাখবার কথা চিন্তা করছে এন বি এসটি সি।বাসে ভীড় না হলে বাস না চালাবার চিন্তা করছেন ড্রাইভারেরা। এখন আগামী এক সপ্তাহে বোঝা যাবে উত্তরবঙ্গের সরকারি বাসের ভবিষ্যত।