অবতক খবর,২১ সেপ্টেম্বর,বাঁকুড়া:- এবার ভুয়ো রাসায়নিক সারের অভিযোগ উঠল বাঁকুড়ায়। রাসায়নিক সার জলে দিলেই বেরিয়ে আসছে বালি অভিযোগ কৃষকদের।

সিমলাপালের কুকড়াকোন্দর এলাকায় চাষীদের দাবি, রাসায়নিক সার নিয়েছে স্থানীয় বাজারে কিন্তু এই রাসায়নিক সারের ভেজাল মেশানো রয়েছে। তারা জমিতে তা প্রয়োগ করেছে কিন্তু তারপরে দেখা যায় যে পরশ রাসায়নিক সার সেটিতে বালি মিশানো আছে। স্থানীয় কৃষকরা কৃষি অধিকর্তাকে বিষয়টি নিয়ে জানায়। কৃষকদের দাবি, যে রাসায়নিক দোকান থেকে তারা নিয়েছে সেগুলিকে ফেরৎ নিতে হবে ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

মূলত যে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছিল এই সমস্ত দোকান থেকে সেই সমস্ত রাসায়নিক সারে রঙিন আবির মেশানো হয়েছে এবং রাসায়নিক সার জলে ধুওয়া হলে তার মধ্য থেকে রং আলাদা হয়ে বালি কনা বেরিয়ে আসছে।