অবতক খবর,১৬ আগস্ট: নদীয়ার হাঁসখালির পায়রাডাঙার বাসিন্দা দিপেন্দু বিশ্বাস, পেশায় রামনগর গ্রাম পঞ্চায়েতের কর্মী।

গতকাল রাতে গলায় ব্যাথা হওয়ায় বাড়ির কাছে বিনায়ক মেডিক্যাল সেন্টারে যান দিবেন্দু বাবু।
সঙ্গে যান তার স্ত্রী রিম্পা বিশ্বাস।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য গলায় ব্যাথা নিয়ে যাবার পর দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক একটি ইনজেকশন দিয়ে দেন।
সেই ইনজেকশন পুশ করার পর দিবেন্দু বাবুর শ্বাষকষ্ট শুরু হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাবার কথা বলা হয়।
একটি নার্সিং হোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে বগুলা রুরাল হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন।
ততক্ষণে অনেক সময় পার হয়ে যায়।
মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেখে দিপন বাবুকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এলাকায় শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল চিকিৎসায় মারা গেছেন দিপেনদু বাবু। এলাকাবাসীর দাবি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

যদিও বিনয় ক্লিনিকের চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।