অবতক খবর,৯ এপ্রিল: ভূপতিনগরে এন আই এর উপর আবারো হামলা,কিন্তু এখনো কেউ গ্রেফতার হলো না কেন এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে প্রশ্ন করলে তিনি বলেন কেন গ্রেপ্তার হবে? যাকে ধরতে গেছে সেও তৃণমূলের নেতা এবং বিখ্যাত বোমার কারবারি। তার নেতৃত্বে সারা বাংলায় বোমা পাচার হতো, এবং যারা এনআইয়ের উপর হামলা করেছে তারাও তৃণমূলের নেতা, বললেন অধীর।

তিনি আরো বলেন সন্দেশখালিতেও যাকে ধরতে গেছে সেও তৃণমূলের নেতা আর যারা মারধর করেছে তারাও তৃণমূলের নেতা। এর মধ্যে কোন ফারাক নাই। অধীর বলেন সবচেয়ে বড় কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেও ওকালতি করছে।

অধীর বলেন বিজেপির সরকার পশ্চিমবঙ্গের সরকারের এইসব ঘটনা নিশ্চয়ই আলোচনার বিষয়। এরাই ইডি সিবিআই ব্যবহার করছে। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন যে এখানে যদি এনআইএ, ই ডি, সিবিআই অন্যায় করে থাকে তাহলে আপনি তাকে গ্রেফতার করছেন না কেন? আপনি নিজে বলছেন রাতের বেলায় মা-বোনেদের কাহিনী হচ্ছে তা যদি হয় তাহলে শ্লীলতাহানির কেস করুন। কেস দিয়ে তাদের এরেস্ট করুন তাহলে তো বুঝতে পারবো যে আপনি মোদির বিরুদ্ধে লড়বেন।

অধীর বলেন শুধু মুখে মোদির বিরুদ্ধে লড়লে হবে না। সন্দেশখালি যখন শাজাহানকে অন্যায় করে ধরতে গিয়েছিল তাহলে এরেস্ট করলেন না কেন উল্টা আমরা কি দেখলাম শাহজাহান, শিবু সরদার উত্তম অ্যারেস্ট হল। আপনি এখন আর তাদের কথা মুখেও আনছেন না, একদিন আপনি আপনার ভাই অনুব্রতকে দেশ নায়ক বানিয়েছিলেন, সে গ্রেফতার হওয়ার পর আর তার কথা মুখে আনছেন না।

অধীর বলেন এটাই আপনার স্বভাব আপনি প্ররোচিত করে, উৎসাহিত করে, প্রশ্রয় দিয়ে বাংলার ক্রিমিনাল তৈরি করছেন সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যে কেউ ব্যবস্থা নিক সত্য মিথ্যা পরের কথা কিন্তু কেন আপনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না। অধিক জানতে চাইছে আপনার কোথায় আটকাচ্ছে আপনি যাদেরকে বলছে যে এনআইএ, ই ডি, সিবিআই অন্যায় ভাবে তাদেরকে আটক করছে। বাংলায় তারা এসে মহিলাদের শ্লীলতাহানি করছে। তাহলে আপনি কেন তাদেরকে আটক করতে পারছেন না।