অবতক খবর,৪মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে। আপনি তো উত্তেজনায় টানটান। আপনি তো ভোট দিয়েছেন, আপনার পক্ষের লোক জিতবে কিনা সেই আশায় ছিলেন। ভোট দিয়ে যে আপনি কি পান তা আপনি কোনদিনও নিজে তলিয়ে দেখেন না। আপনার এই ৭৪ বছরের স্বাধীনতায় ভাগ্য কতটুকু ফিরেছে, আপনার নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তাতে আপনি কতটুকু সুযোগ-সুবিধা পেয়েছিলেন, আপনার পরিবারের কতটুকু উন্নতি হয়েছে, না আপনি গোল বা ভাতার উপর নির্ভর করেই বেঁচে আছেন সেসব একবার ভাবুন।

নেতাদের ভোটে এত ফুর্তি কেন? এই নির্বাচনে খরচ হয়েছে ৬০ হাজার কোটি টাকা। ভাবতে পারেন এই দরিদ্র দেশে কোভিড পিরিয়ডে যখন একের পর এক মানুষ হাসপাতালে বেডের অভাবে, অক্সিজেনের অভাবে, ওষুধের অভাবে মারা যাচ্ছে, দিকে দিকে জ্বলছে গণচিতা, অ্যাম্বুলেন্স না পেয়ে সব্জির গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ,দুটো তিনটে মানুষকে একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নেই মুখাগ্নি, নেই পিন্ডদান এখন হিন্দুধর্ম কোথায় যায়?

আরো শুনুন, এই যে নির্বাচনী প্রচার হয়েছে আপনাদের নেতারা আপনাদের স্বর্গে নিয়ে যাবেন বলে এক ঘন্টার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করে যে নেতারা প্রচার করেছেন তার এক ঘন্টার খরচ ৫০ হাজার টাকা। তাহলে কবার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে নিশ্চিত বুঝতে পারছেন। হেলিকপ্টারের পেছনে খরচ হয়েছে কত? আপনি তো বাপের জন্মেও হেলিকপ্টার চড়েন নি বা চড়তেও পারবেন না

একটা ছোট জেট প্লেনের এই নির্বাচনী প্রচারে খরচ হয়েছে ঘন্টায় দেড় লাখ টাকা।

ওই যে বারবার করে শোনেন চার্টার্ড প্লেন, কলকাতা থেকে দিল্লি তার খরচ হয়েছে ১০ লক্ষ টাকা।

আরো শুনুন, সরদার বল্লভ ভাই প্যাটেল তার মূর্তির জন্য খরচ হয়েছে ৩ হাজার কোটি টাকা। যুদ্ধ হলো না যুদ্ধ লাগলো না, পাকিস্তান চীনকে শাসানির নামে দেশপ্রেমের জোয়ার দেখিয়ে ৩৬টি রাফাল প্লেন কেনা হলো ৫৮ হাজার কোটি টাকায়।

তাহলে শুনুন দেশপ্রেমেল জোয়ার দেখাতে এই কোভিড পরিস্থিতিতে একটি আধুনিক হাসপাতাল ৩০০ বেডের বানাতে খরচ পড়ত মাত্র ৩০ থেকে ৩৫ কোটি টাকা।

আর এই যে অক্সিজেন! অক্সিজেন! বলে হা হুতাশ করছেন সেই ৩৩ হাজার লিটার মেডিকেল অক্সিজেনের জন্য একটি প্লান্ট বসাতে লাগত মাত্র ৬০ কোটি টাকা।

রাফাল বিমান কেনা হয়েছে যুদ্ধের জন্য,মানুষ মারার জন্য। আর সেই টাকায় মানুষকে বাঁচানোর জন্য ৮২০০টি প্লান্ট বসানো যেত এই দেশে।

আপনি তো ভোট দিয়ে এলেন। এখন একটা দল তো
জিতবেই? জিতে কি করবে? এই গণচিতা,গণ কবরের আয়োজন করবে?

ইতিমধ্যেই ভোটের ফল ঘোষণার একদিনের মধ্যেই দলীয় অফিস ভাঙচুর , দখলদারি শুরু হয়েছে। আনন্দোৎসবে ২৫ জনের প্রাণ বলি হয়েছে, ইলেকট্রনিক মিডিয়া সূত্রে এমনই সংবাদ পাওয়া যাচ্ছে।