অবতক খবর ,তামিলনাড়ু : বর্তমানে ভোটাররাদের সুযোগ করে দিয়েছেন নির্বাচন কমিশন। বুথে না গিয়েই বাড়ি থেকেই ভোট দেওয়ার সুযোগ পাবে।এবং যাতে ভোট দিতেলাইনে দাঁড়াতে না হয়। ভোট মানেই কাজ ছেড়ে নিজের শহরে চলে আসতে হবে না।
তাই নতুন ইভিএম তৈরির প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই আই আইটি মাদ্রাজ এমন একটি ভোটিং মেশিন তৈরির কাজ শুরু করেছে । এবার এমন দিন আসছে যখন অনেক দূর থেকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যাবে।।
এমনকী নিজের বুথ যে শহরে বা গ্রামে তার থেকে অনেক দূরের এমনকি ভিন রাজ্যের কোনও জায়গা থেকেও ভোট দেওয়া যাবে। ইতিমধ্যেই এমন ভোটিং মেশিন তৈরির কাজ শুরু করেছে আইআইটি মাদ্রাজ। নির্বাচন কমিশনের আগ্রহেই এই কাজ চলছে। তবে এখনও পর্যন্ত নতুন ইভিএম একেবারে গবেষণার পর্যায়ে রয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে কমিশন।
এই প্রকল্প দেখভাল করছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সন্দীপ সাক্সেনা। তিনি জানিয়েছেন, এই ইভিএম তৈরির জন্য ‘ব্লক চেন’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত থাকবে বায়োমেট্রিক ডিভাইস ও ওয়েব ক্যামেরা। তবে যেখানে সেখানে এই মেসিন বসানো যাবে না। এই মেসিন থাকবে নির্দিষ্ট কিছু জায়গায়। ডেডিকেটেড ইন্টারনেট পরিষেবার মাধ্যমেই রিমোটে ভোট দেওয়ার ব্যবস্থা হবে। ভোট দেওয়া যাবে যে কোনও সময়ে, যে কোনও জায়গা থেকে। একই সঙ্গে সেই ভোট পড়বে দেশের যে কোনও প্রান্তের যে কোনও বুথের ভোটিং মেশিনে।
সংবাদসংস্থাকে সন্দীপ সাক্সেনা জানিয়েছেন, এটিকে বলা হচ্ছে “টু ওয়ে ব্লক চেন রিমোট ভোটিং।” ভোটারের পরিচয় নিয়ে যন্ত্র নিশ্চিত হওয়ার পরেআপনাই তৈরি হবে ই-ব্যালট। ভোটার দেখতে পারবেন তার কেন্দ্রে কে কে ভোটপ্রার্থী। এবার ভোট দিতে পারবেন। ভোট দেওয়া হয়ে গেলেই ব্লক চেনের মাধ্যমে চলে যাবে নির্দিষ্ট জায়গায়।তাই সবটাই হবে ডিজিটাল ব্যবস্থায়। ফলে ভোটারের গোপনিয়তা সম্পূর্ণ নিরাপদ থাকবে।