অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- নিকাশী নালা তৈরী না করে দিলে ভোট দেবো না।তৃণমূল নেতাদের স্পষ্ট জানিয়ে দিলেন বর্ধমান পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তেওয়ারী বাগান এলাকার মহিলারা । আগে নিকাশী নালা করুন তারপর ভোটের কথা বলবেন বলে জানালেন ক্ষুব্ধ মহিলারা ।
ওই এলাকায় সোমবার বঙ্গধ্বনি যাত্রায় বেড়িয়েছিলেন তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা । উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে তুলে দিচ্ছিলেন বাড়ি বাড়ি । পুরোভাগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস ছিলেন বর্ধমান জেলা আইএনটিটিইউসি র সভাপতি ইফতিকার আহমেদ ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমীর মুন্ডা ।
এই এলাকার মূল দাবি এই যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শুনতে কোনদিন আসেনি এই এলাকার প্রাক্তন কাউন্সিলার সমীর মুন্ডা। তেওয়ারী বাগান এলাকায় বঙ্গধ্বনি যাত্রা পৌঁছাতেই বাইরে বেড়িয়ে আসেন মহিলারা ।
তাদের অভিযোগ এর আগেও বহুবার আবেদন করা হয়েছে । কিন্তু তৈরী হয়নি নিকাশী নালা । ফলে এলাকার মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে । বারবার আবেদন করেও কেউ সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তারা ।
তৃণমূল নেতা ইফতিকার আহমেদ জানিয়েছেন , এখানকার মানুষ সমস্যার কথা জানিয়েছেন । আমরা উচ্চ নেতৃত্বে র কাছে জানাবো । বঙ্গধ্বনি যাত্রা তখন ই সফল হবে যদি দ্রুত আমরা সমস্যার সমাধান করতে পারি । তিনিও জানিয়েছেন , এলাকাবাসীরা জানিয়েছেন নিকাশী নালা তৈরী না হলে তারা ভোট দেবেন না ।
এরপর তেওয়ারী বাগান এলাকায় নিকাশী ব্যবস্থার হাল ফেরে কিনা তার দিকেই তাকিয়ে সকলে ।আর খোকন দাস জানিয়েছেন তার জন্যই এই বঙ্গ ধ্বনি যাত্রা মানুষের সমস্যা কথা শোনার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী ১০ বছরের উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য।