অবতক খবর,২৯ জুনঃ বাম জমানায় ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বুথ লুঠ হয়ে গিয়েছিল। সেইসময় তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন। ২০০৪ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন। ২০০৮ সালে সন্ত্রাসের জেরে বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারেন নি। জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি গ্রাম পঞ্চায়েতের সেই তিন নম্বর সংসদের এবার প্রার্থী হয়েছেন পেশায় স্কুল শিক্ষক শুভেন্দু ভট্টাচার্য।

কিন্তু বামেদের মতো ভোট লুঠ করে নয়, মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিততে চান তিনি। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো তিনি মানুষের কাছে তুলে ধরছেন। যদিও তৃণমূল প্রার্থীর আক্ষেপ, আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করছে না। তাই গরিব মানুষজন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ।