অবতক খবর , অভিষেক দাস , মালদা :- ‘ভ্যাকসিন অনেকেই নিচ্ছে না। ভয় পাচ্ছেন। যদি কিছু ক্ষতি হয়।তাই নরেন্দ্র মোদীকে সবার আগে ভ্যাকসিন নিয়ে দেখিয়ে দিতে হত, তাতে সকলের ভয় কাটবে।’ মালদায় এসে কটাক্ষ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।

আজ মালদায় মহিলা তৃণমূলের তরফে মালদা শহরে একটি মিছিলে পা মেলান তিনি। মিছিলের শেষে জনসভা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের অনেক জায়গায় বহু মানুষ ভ্যাকসিন নিচ্ছেন।

শারীরিক ক্ষতি হওয়ার ভয় পাচ্ছেন। তাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভ্যাকসিন নিয়ে দেখিয়ে দিতে হবে এতে ভয়ের কিছু নেই।তখন যারা নিচ্ছেন তারাও সাহস করে ভ্যাকসিন নেবেন।