অবতক খবর: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সংবাদ সংস্থা সূত্রে শনিবার এই খবর জানা গিয়েছে। মণিপুরের এই ঘটনায় বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রসঙ্গত, গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ সামনে আসে। কিছুদিন আগে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অত্যাচারের ভিডিয়ো যে তুলেছিল, তাঁকেও গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোন।
মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। এই নিয়ে গত কয়েক দিন ধরেই অচল সংসদের বাদল অধিবেশন। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।আর ওই ভাইরাল ভিডিও সামনে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৮ দিন পর মুখ খুলে বলেন,’ ‘‘এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।’’