অবতক খবর,২২ সেপ্টেম্বর,নববারাকপুর : মনিপুরের ন্যাক্কারজনক নারকীয় পাশবিক ঘটনার প্রতিবাদে রাজ্যের একমাত্র দল তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় আন্দোলন পথে নেমেছে।প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেস। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিপুরের মহিলাদের প্রতি বর্বরোচিত নির্যাতন ও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পথে নেমে স্বাক্ষর সংগ্রহ অভিযান নামল নববারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীবৃন্দরা।আপনার স্বাক্ষর আপনার প্রতিবাদ।
শ্লোগানে মুখরিত হয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ও কৃষ্টি প্রেক্ষাগৃহ এবং পুরসভার সামনে রাস্তায় নেমে পথচলতি সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের কাছে গিয়ে সই সংগ্রহ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।ব্যপক সাড়া ফেলে দেয় এদিন।বহু মানুষ এগিয়ে এসে মনিপুরের ন্যাক্কারজনক নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদী স্বাক্ষর করেন।পথচলতি বহু মানুষ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ধীক্কার জানিয়ে প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ অভিযান সামিল হন। নববারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচী বলেন মনিপুরে মহিলাদের প্রতি বর্বরোচিত নির্যাতন ও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশিত পথে দমদম ব্যারাকপুর সাংগঠনিক মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাসের আহ্বানে পথে নেমেছে নববারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেস।প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচিতে।কৃষ্টি প্রেক্ষাগৃহ এবং পুরসভার বিপরীতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পথচলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের কাছে গিয়ে সই সংগ্রহ কর্মসূচি। বেশ ভালো সাড়া ফেলেছে এদিন।শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা রাস্তায় নেমে সামিল হয় কেন্দ্রের সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদে। নারকীয় ন্যাক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় প্রতিবাদে সোচ্চার হয়ে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।একটি স্বাক্ষর একটি প্রতিবাদ। দ্বিতীয়বার অসন্মানিত হবেন না কোন মহিলা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই স্বাক্ষর রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন।প্রতিবাদ দিল্লির মসনদ কেপে উঠবে। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা,১৬নং ওয়ার্ডে তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, পুর প্রতিনিধি বেবি চক্রবর্তী, কৃষ্ণা বোস, সুমন দে, জেলা যুব তৃণমূল নেতা তনয় দাস, শ্রমিক নেতা বাবলু গুহ সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল মহিলারা। সাত হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয় এদিন। সই সংগ্রহ কর্মসূচি ঘিরে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন।