অবতক খবর,২১শে ফেব্রুয়ারি,নদীয়া,অনুপ কুমারমন্ডল: ভারতীয় গণনাট্য সংঘ মদনপুর অভীক শাখার উদ্যোগে বটতলা প্রাথমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হ’ল। ভাষা শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে শুরু হওয়ার পর আবৃত্তি, সঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে গতি বৃদ্ধি হ’ল। সঙ্গীত পরিবেশন করেন নবীন শিল্পী প্রাপ্তি ব্যানার্জী, সৃষ্টি কোলে, সায়ন মুখার্জী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভীক শাখার শিল্পীবৃন্দ। আবৃত্তি করলেন সুব্রত ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য।আলোচনা করেন শিক্ষিকা লীনা ঢট্টোপাধ্যায়, দ্বাদশ শ্রেণীর ছাত্রী অরণি অধিকারী এবং শিক্ষক শিক্ষণ প্রাপ্ত সুপ্রিয় বাড়ৈ।

প্রায় পঁয়ত্রিশ জন সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে। সম্পাদক ড. তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে যখন সর্বত্র সংস্কৃতি চর্চা স্তব্ধ হ’তে বসেছে, তখন অভীক মানুষের ভাষা তুলে ধরবার মঞ্চ তৈরি করতে অগ্রণী ভূমিকা নেবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা কমিটির সভাপতি অমিত অধিকারী।