অবতক খবর,২৮ জানুয়ারি: মদন মিত্র অশিক্ষিত,পদ্মফুল ছিড়ে ফেলা প্রসঙ্গে বারাসতে এসে শুক্রবার মন্তব্য প্রিয়াঙ্কা টিবরেওয়াল।বারাসত জেলা বার অ্যাসোসিয়েশনে নির্বাচন উপলক্ষে শুক্রবার হরিতলায় বিজেপি কার্যালয়ে উপস্থিত প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

আসন্ন বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশন 2022এর নির্বাচন উপলক্ষে রাজ্য বিজেপির সম্পাদিকা ও বিশিষ্ট আইনজীবী শ্রীমতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং জেলা সভাপতি শ্রী তাপস মিত্র মহাশয় শুক্রবার দুপুরে বারাসাত জেলা আদালতে নির্বাচনী প্রচারে যাবেন।

সেই উপলক্ষেই শুক্রবার দুপুরে বারাসত হরিতলা এলাকায় বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত হন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।প্রথমেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ বিজেপি নেতৃত্ব যায় বারাসত থানায় যায় কারণ ভোট পরবর্তী হিংসায় এখনো একজন বিজেপি কর্মী বারাসতের বাসিন্দা বাড়িতে ঢুকতে পারেনি,সেই কারণ বারাসত থানায় এসে আই সি র সাথে কথা বলেন,এরপরে ঘরছাড়ারা ঘরে ফিরতে না পারলে আইনি ব্যবস্থা নেবে বলেও জানান,পাশাপাশি মদন মিত্রে পদ্মফুল ছিড়ে ফেলার বিষয়ে তিনি বলেন,অশিক্ষিতদের কোন প্রশ্নের উত্তর আমি দিই না,শিক্ষিত লোকেদের নিয়ে প্রশ্ন করলে উত্তর দেব।