অবতক খবর,২৩ জুলাই: মদ্যপ অবস্থায় স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করে মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় স্বামীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা ফুলন্তি রায়। তার স্বামী কার্তিক বসাক।
বাড়িতেই তার একটি সাইকেল মেরামতির দোকান রয়েছে। তার স্ত্রী ফুলন্তি রায়ের অভিযোগ, প্রায় ২৭ বছর আগে তার বিয়ে হয়েছিল তাদের। এরপর থেকেই প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতন চালাতেন তার স্বামী কার্তিক বসাক। এদিকে, সোমবার সকাল এগারোটা নাগাদ মদ্যপ অবস্থায় বিনা কারণে স্ত্রীর বিরুদ্ধে অসভ্য ভাষায় গালাগালি করতে থাকে।স্ত্রী এর প্রতিবাদ করতে গেলে তাকে মারধোর করা হয় বলে অভিযোগ।
এমনকি স্ত্রীর চুলের মুঠ ধরে পাথরের মধ্যে বারংবার আঘাত করতে থাকে। যার ফলে স্ত্রীর মাথা ফেটে রক্তপাত হতে থাকে এবং চিৎকার করলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন। জানা গিয়েছে, স্ত্রীর মাথায় আঘাত গুরুতর থাকায় তার মাথায় তিনটি সেলাই পড়েছে। এদিকে এই ঘটনার পর স্বামী পলাতক। তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।