অবতক খবর,২৫ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে গিয়ে সজোরে ধাক্কা মারল একটি সিমেন্ট বোঝাই ট্রাক। যার জেরে ২টি বাস গিয়ে পড়ে পাশের ১০ ফুট গভীর খাদে ও আরএকটি বাস রাস্তাতেই উল্টে যায়। তিনটি বাসেই সেই সময় ঠাসা ছিলেন যাত্রীরা। এই ভয়াবহ সংঘর্ষের জেরে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন অন্তত ৫০। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার রাত ৯টা নাগাদ সিধির চুরহট-রিবা জাতীয় সড়কের উপর। ওই তিনটি বাসই সতনার মহাকুম্ভ মেলা থেকে ফিরছিল। যেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও শামিল হয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরাও সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি ধাক্কা মারার পরেই ওলট-পালট হয়ে যায় তিনটি বাস। সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা।  পরে খবর পেয়ে পৌঁছয় পুলিস। পুলিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অকুস্থলেই প্রাণ হারান ৮জন। বাকিরা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতিমধ্যেই, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই বিষয়ে প্রশাসনকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।