অবতক খবর,১৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় করন্দা গ্রামবাসীর
উদ্যোগে করন্দা ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রান্তের ৮টি ফুটবল দলের টিম নিয়ে ,প্রায় তিনমাস ব্যাপীচলা স্বর্গীয় তন্দ্রা চ্যাটার্জি ও স্বর্গীয় নীলিমা কোনার এবং স্বর্গীয় রাধাপদ কোনার স্মৃতি কাপ, একটি নক আউট ফুটবল প্রতিযোগিতার তার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ক্লাবের ট্রফি হাতে নিয়ে এলাকার বিশিষ্ট গুণীজনেরা বাজনা সহকারে গ্রাম পরিক্রমা করে, জাতীয় সংগীত ও খেলোয়ারদের পরিচয় পর্ব,সহ একটি যোগাসন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।
খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরিফুউদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তরা রাজিব মুখার্জি, অঞ্জন দে , শিল্টু চালকরা জানান এই বছর এই ফুটবল প্রতিযোগিতা ৪৫তম বছরে পদার্পণ করল।
এলাকার যুব সমাজকে আরোও মাঠ মুখী করার লক্ষ্যে, সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠ মুখি হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য।
আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বরের মধ্যমগ্রাম কালিমাতা মিষ্টান্ন একাদশ বনাম বরাখাঁপুর সিদ্ধেশ্বরী সংঘ । মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বড়াখাপুর সিদ্ধেশ্বরী সংঘকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয় মন্তেশ্বরের মধ্যমগ্রাম কালিমাতা মিষ্টান্ন একাদশ ।
খেলার চ্যাম্পিয়ন হয় মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ।
এই খেলার ম্যান অব দ্য সিরিজ হয় বিজয়ী দলের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ দলের খেলোয়াড় সাগর হাঁসদা, ম্যান অব দ্যা ম্যাচ হয় মধ্যমগ্রাম কালিমাতা মিষ্টান্ন একাদশ দলের খেলোয়াড় শুভঙ্কর হাঁসদা ।