অবতক খবর , সানওয়ার হোসেন, মন্দিরবাজার :- শনিবার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলে শুরু হলো পাঁচ দিনের সম্প্রীতি উৎসব। এদিন উপস্থিত ছিলেন, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, মন্দির বাজার আই সি শান্তিনাথ পাঁজা, মন্দিরবাজার ব্লক আধিকারিক কৌশিক সমাদ্দার, স্থানীয় বিধায়ক জয়দেব হালদার, নিশাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুল সরদার, সভাপতি আলোক ভট্টাচার্য, নিশাপুর অঞ্চল নেতৃত্ব আবু সালমা দস্তগীর সহ অন্যান্য প্রতিনিধিগণ।
জাতীয় পতাকা উত্তোলনে ও ফিতে কেটে এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। এই সম্প্রীতি উৎসব এর প্রথম দিনে রক্তদান শিবির এর পাশাপাশি বস্ত্র বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। ৫ দিনের এই সম্প্রীতি উৎসবে প্রত্যেকদিন নানান খেলাধুলা এবং সন্ধ্যা কালীন সংস্কৃতি অনুষ্ঠান হবে। এবং কৃষি প্রদর্শনী চলবে। এই উৎসবকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।