অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- দিনে দুপুরে মন্দিরের তালা ভেঙে চুরি বর্ধমানের নতুনগঞ্জে। কালি পুজোর আগে পাঁচশো বছরের প্রাচীন কালি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্যে ছড়িয়েছে নতুনগঞ্জের ডাঙাপাড়ায়।শনিবার দুপুরে শহরের ২১ নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়ায় পাণ্ডে পরিবারের কালি মন্দিরের ইন্টারলক ভেঙে লুটপাট করে দুষ্কৃতিরা।
কালি মন্দিরের পাশের একটি বাড়ির সিসি ক্যামেরায় দুস্কৃতিদের ছবি ধরা পড়েছে। দু’জন যুবক বস্তা নিয়ে ঢুকছে মন্দিরে। আবার লুটপাট করে চুরির সামগ্রী বস্তায় ভরে চম্পট দিচ্ছে মন্দির থেকে। সিসিটিভিতে এই দুই ছবি ধরা পড়েছে।
কালি মন্দিরটি বর্ধমানের মহারাজের।পাণ্ডে পরিবার মন্দিরের পুজোর দায়িত্ব পায়।পরবর্তীকালে সেবাইত পাণ্ডে পরিবারের উপরেই সমস্ত দায়দায়িত্ব বর্তায়।আগে মাটির দেওয়াল ও খড়ের চাল ছিল মন্দিরের।তবে বর্তমানে পাকা দালান তৈরি হয়েছে।
মন্দিরের সেবাইত জয়ন্ত পাণ্ডে বলেন পুজোর বাসনপত্র, হোমকুণ্ড ও প্রণামী বাক্সে থাকা নগদ টাকা দুস্কৃতিরা লুট করেছে। মন্দিরে নিত্যসেবা হয়।তাই প্রতিদিনই মন্দিরের ভিতর থালাবাসন রাখা থাকে বলে জানান হেমন্ত পাণ্ডে।বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।