অবতক খবর: উত্তর ২৪ পরগণা: মাঝরাতে দান বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি মন্দিরে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিমুলতলা রাধাগোবিন্দ মন্দিরে। মন্দির কমিটি সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে মন্দিরে চলছে বার্ষিক অনুষ্ঠান। সেই জন্য দান বাক্সে জমা পড়ছে টাকা। অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ তিনজন যুবক মন্দিরের সামনে থাকা দান বাক্স ভেঙে সেখান থেকে বেশ কয়েক হাজার টাকা চুরি করে। বার্ষিক অনুষ্ঠান চলাকালীন এই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। শনিবার সকালে ঘটনাস্থলে যান বনগাঁ থানার পুলিশ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরেদের সনাক্ত করে ৩জন ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা নিয়ে রাধাগোবিন্দ মন্দিরে প্রধান সেবাইত রণজিৎ দাস বাবাজি জানিয়েছেন, ‘ অধিক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। বহু দানের টাকা বাক্সে জমা পড়েছে। ভোরের বেলায় আমরা উঠে দেখি দান বাক্স ভেঙে সব তছনছ হয়ে রয়েছে। কয়েক লাখ টাকা এই দেন বাক্স থেকে চুরি গিয়েছে।’ স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘কয়েক দিন ধরে রাধাগোবিন্দ মন্দিরে বার্ষিক অনুষ্ঠান চলছে। দেন বাক্সে বহু লোক প্রণামী দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৩ জন ব্যক্তি চুরি করছে। ইতিমধ্যেই ৩ জন ধরা পড়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর চাঞ্চল্য দেখা দিয়েছে।