অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক মহলের একাংশ। ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে যাওয়ার আগেই, পৌরসভার তরফ থেকে উদ্যোগ নিয়ে কলকাতার অলিগলি পরিদর্শন করা হচ্ছে বেশ কয়েকদিন আগে থেকে। সেইমত আজ কলকাতা পৌরসভার তরফ থেকে কয়েক সদস্যের টিম মিলে কলকাতার লেক গার্ডেন্সের FCI GODOWN খতিয়ে দেখলেন। সেখানে চলল ড্রোনের সাহায্যে নজরদারি। পাশাপাশি সেখানে এডিস মশার লার্ভা না মিললেও, মিলেছে কিউলেক্স মশাল লার্ভা যাচ্ছেন পৌরসভার আধিকারিকরা। যার জন্য মশার লার্ভাকে ধ্বংস করার জন্য ড্রোনের সাহায্যে এবং পৌরসভার আধিকারিকদের তরফ থেকে এই গোডাউনে স্প্রেও করা হয় আজ।