অবতক খবর , অভিষেক দাস , মালদা :- গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বিএসএফ।মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম মহদিপুরে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

গ্রামবাসীদের বিভিন্ন পরীক্ষা করা হবে। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি ওষুধও দিচ্ছেন। প্রত্যেক বছরেই মূলত এই আয়োজন করে বিএসএফ।

এই অঞ্চলে গুরুতর অসুস্থ রোগীদের জন্যে সর্বক্ষণের অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছে বিএসএফ। এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় খুশি গ্রামবাসীরাও।