অবতক খবর , রাজ্ , হাওড়া :- বুধবার সন্ধ্যায় হাওড়া ডুমুরজলার এল আর এস স্পোর্টস একাডেমীতে বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা জানান চিকিৎসার ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত ডাক্তারদের হাতে ।

সব থেকে বড় কথা অসুস্থতা সত্ত্বেও তিনি হেঁটে গাড়িতে উঠে নিজেই হাসপাতালে পৌঁছেছেন । এটাই একজন স্পোর্টসম্যানের স্পিরিট । দুশ্চিন্তা থাকলেও তিনি আশা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে এসে স্বমহিমায় সামলাবেন ক্রিকেট প্রশাসনের কাজ ।