অবতক খবর ,সংবাদদাতা,আসানসোল :: মহিলাদের অধিকার এবং স্বাস্থ্য ও পুষ্টির দাবিতে আসানসোলে বিখোভ দেখিয়ে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ মহিলা সমিতি। এদিন আসানসোলের কর্পোরেশন মোড়ের পৌরনিগমে এবং কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে ডেপুটেশন দিয়েছেন মহিলারা ।

পশ্চিমবঙ্গ মহিলা সমিতির নেত্রীরা জানান মহিলাদের অধিকার দিতে হবে। এমনকি স্বাস্থ্য ও পুষ্টি দিতে হবে। এর পাশাপাশি করোনা আবহে আয়বিহীন মানুষের ভাতা দিতে হবে। একশো দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে।এদিন এই দাবিতে পশ্চিমবঙ্গ মহিলা সমিতির তরফে বিখোভ দেখানো হয় জেলা শাসকের দফতরের সামনে । বিখোভ শেষে পৌরনিগম এবং জেলা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেন মহিলা নেত্রীরা।