অবতক খবর,২৪ জুন,ইসলামপুর:মাটির নিচ থেকে বেড়চ্ছে লাগাতার হাওয়া। এতে আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে স্হানীয় বাসিন্দারা। এমনি এক অদ্ভুত চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবন মোর এলাকায়। জানা গিয়েছে অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করেছেন।

বাড়িতে আর্থিংয়ের জন্য একটি প্রায় ৩০ থেকে ৪০ ফুট মাটির নিচে আর্থিংয়ের জন্য পাইপ দিয়েছেন। গত তিন থেকে চারদিন ধরে সেই আর্থিংয়ের পাইপ থেকে বেড়চ্ছে হাওয়া। হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারিব্যাগ ধরে রাখলে ফুলে যাচ্ছে। রাত হলেই সেই হাওয়ার সব্দ বেশি হয়ে যাচ্ছে।

এতেই আতঙ্কে রয়েছে স্হানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা।

অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন-ডাই-অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান। সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে স্হানীয় বাসিন্দাদের।