অবতক খবর, বাঁকুড়াঃ রাজ্যরে ইতিহাসে প্রথম বার এরকম ঘটে। এবছরই প্রথম নিজেদের মাতৃভাষায় সমস্ত বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পেল এ রাজ্যের সাঁওতালী মাধ্যমের ছাত্র ছাত্রীরা । নিজের মাতৃ ভাষায় উচ্চ মাধ্যমিকের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি সাঁওতাল ছাত্র ছাত্রীরা।
চলতি বছরই প্রথম অলচিকি লিপি ও সাঁওতালী ভাষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এ রাজ্যের ১৬২ জন পড়ুয়া । এরমধ্যে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে ৯১ জন পড়ুয়াই বাঁকুড়া জেলার । বাঁকুড়ার ৮ টি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে ৮ টি মোট ১৬ টি কেন্দ্রে সাঁওতালী ভাষার মাধ্যমের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেল ।