অবতক খবর,২৭ জুন,ব্যারাকপুর : মাদক মুক্ত পৃথিবী গড়ে তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সর্বত্র প্রতিটি থানায় চলছে সচেতনতা পদযাত্রা ।ঠিক সেই সময় অভিযোগের ভিত্তিতে সমাজকে পরিষ্কার রাখতে অসামাজিক কার্যকলাপ বন্ধে লাঠি হাতে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পথে নামলেন ব্যারাকপুর পুরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা আইনজীবী সম্রাট তপাদার।সোমবার রাতে ব্যারাকপুর ২নং ওয়ার্ডের কালিয়ানিবাস খেলার মাঠে বেশ কিছু দিন ধরে চলছিল অবৈধ ভাবে মদের আসর মদকেনাবেচা।
পুলিশ টহল দিলেও খবর পাওয়ার আগেই তারা পালিয়ে যায়। খবর পেয়েই বিশেষ অভিযানে নামল পুরপিতা সম্রাট তপাদার। কর্মী সমর্থকদের সাথে করে মাঠের চারিদিকে তল্লাশি চালিয়ে বেশ কিছু মদ বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেয়। তৃণমূল নেতা সম্রাট তপাদার জানান বিভিন্ন সময় অভিযোগ আসছে এলাকার মাঠে অবৈধভাবে মদ কেনাবেচা হয়। মদের আসর ওবসে। পুলিশ টহল দেয়। পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায় আবার কোনসময় ধরপাকড় ও হয়। পুলিশের একার কাজ নয়। সকলকে এগিয়ে আসতে হবে সমাজে অসামাজিক কার্যকলাপ বন্ধের বিরুদ্ধে। মদ বিক্রি বেড়েছে নয় অনেকটাই কমেছে। একমাত্র নির্মুল করার লক্ষ্যে সর্বত্র অভিযান চলবে। সকলকে এগিয়ে আসতে হবে।