অবতক খবর,ময়নাগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম অভিজিৎ রায় (১৬)। তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে চ্যাংমারী হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
তাদের এবছর পরীক্ষা কেন্দ্র পড়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে। সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। সেই সময় আচমকা পেটের অসহ্য ব্যথা অনুভব করায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষা দেয় অভিজিৎ।
এরপর সন্ধ্যা নাগাদ তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে রাত কেটে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় মঙ্গলবার বিকেলে।
বুধবার সকালেই মৃত্যু হয় অভিজিতের। তার এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। বুধবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নার রোল ওঠে এলাকায়। অভিজিৎকে শেষ একবার দেখার জন্য বাড়িতে হাজির হয় আত্মীয় স্বজন এলাকাবাসী সহ তার বন্ধু বান্ধবেরাও।