অবতক খবর, উত্তর দিনাজপুর: সোশ্যাল মিডিয়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সহায়ক সরঞ্জাম বিলির অনুষ্ঠানের ছবি দেখে ইসলামপুরের রামগঞ্জ সহ অন্যান্য জেলা থেকেও এক সমাজকর্মীর বাড়িতে ট্রাইসাইকেল নিতে পৌঁছে গেল বেশ কয়েকজন ।সোমবার চারজন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াকে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার তুলে দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও পুলিশ কর্মী বাপন দাস।
তিনি নিজ বাসভবনের সামনে আলিপুরদুয়ারের বাহামনি সোরেন, ইসলামপুর রামগঞ্জ এলাকার বহরনগছ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আফসার আলি, জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার বিশ্বজিৎ রায় ও সাহাবাদ চাবাগানের অরুন সরকার কে এই সরঞ্জাম গুলি তুলে দেন।বাপন দাস জানান ,সোস্যাল মিডিয়ার মাধ্যমে এরা খবর পেয়ে আমার কাছে অনুরোধ করেছিলো ।আমরা সাহায্য করতে পেরে খুশি ।যতই দূর থেকে আসুক আমরা সাহায্য করবো সাধ্য মতো।কিছু মানুষ সাহায্য করেছে বলেই আজ ওদের মুখে হাসি ফোটাতে পেরেছি । ওদের মুখে হাসি দেখে চোখে জল চলে এসেছে সোসাইটির সদস্য প্রদুৎ বিশ্বাস ও চন্দন সরকারদেরও ।