অবতক খবর,১৩ জানুয়ারিঃ চলছে গঙ্গাসাগর মেলা ,মেলায় পরিবেশ কে নিয়ে বিশেষ সচেতনতা শিবির তথা মানুষকে সচেতন করতে, প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগরের লক্ষ্যে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সাগর তটে শুক্রবার সকালে সাগরের চার নম্বর গেটের কাছে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগরের ,এক বিশেষ ক্যাম্পেইন এর আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা । মূলত লাখ লাখ পূণ্যার্থীর জনসমাগম ঘটেছে সাগর তটে ,দূর দূরান্ত থেকে মানুষ এসে পৌঁছেছেন পূণ্য লাভের আশায় ।
তাই তাদের কাছে প্লাস্টিক ক্যারিব্যাগ রয়েছে প্রচুর পরিমাণে, সেই দিকে লক্ষ্য রেখেই প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগরের লক্ষ্যে পুণ্যার্থীদের কাছ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে, তাদেরকে পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ তুলে দিলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা এবং সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল ।